ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

বামনগাছীর বাড়ীর সরস্বতী পুজো মানে এলাকার মানুষদের আলাদা আনন্দ

সোমবার ১২ ই ফেব্রুয়ারী শুরু হয়ে গেছে প্রতিমা নিয়ে যাওয়ার পালা,ভীড় জমিয়েছ কুমারটুলি থেকে শুরু করে বিভিন্ন বাজারে, পসরা সাজিয়ে বসে আছেন প্রতিমা শিল্পীরা, তেমনি ক্রেতারাও ভীড় জমিয়েছেন প্রতিমা কেনার এবং গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার তোর জোর,  সবার মুখে একটাই কথা এ বছর পূজো অনেক বেড়েছে, 


শুধু তাই নয়, আমরা প্রতিমা তৈরিও করেছি ছোট থেকে বড় সাইজের এবং ২০০ ও ৫০০ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত, এবং ক্লাব কর্তৃপক্ষরা  যেভাবে অর্ডার দিয়েছেন, সেই ভাবে আমরা প্রতিমার কাজ শেষ করতে পেরেছি,


কুমারটুলি পাড়ায় আগত ঠাকুর আনতে আসা ৩২ তম বর্ষে পদার্পণ করছে,  বামনগাছীর বাড়ির পুজো, রাজদীপ দাস এর উদ্যোগে বাড়ির পুজো হলেও, তিনি বলেন, এটা সবার পুজো, পুজোটা বামনগাছি এলাকার সকল মানুষের, পাঁচ দিন ধরে আনন্দ করে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেতে থাকে, এই পুজোটি আমার বাবা শুরু করে গিয়েছিলেন,  আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার,  আমি শুধু ওনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, এবং চলার চেষ্টা করেছি সবাইকে নিয়ে।,, বামনগাছি এলাকার মানুষেরা এবং মহিলা রাজি ভাবে আমার পাশে থেকে এই পুজোকে সাজিয়ে তুলেন আমি কৃতজ্ঞ।,


প্রতি বছরই মহিলার একত্রিত হয়ে ,একটি করে থিম তুলে ধরেন, এবারও তাহারা থিম তুলে ধরেছেন,, ডাক বাংলো,, তার মধ্যে সামঞ্জস্য রেখেই প্রতিবারে তারা থিম গুলি তুলে ধরেন,  সত্যি প্রতিমা একটা বাড়ির পূজো যে এত বড় হতে পারে সেটা আজ কুমারটুলিতে দাঁড়িয়ে বোঝা গেল এবং যেভাবে মহিলারা অনূর্ধ্ব নীতি থেকে শুরু করে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে গেলেন, 


এই পুজো স্বনামধন্য ব্যক্তিরা এসে ফিটে কেটে শুভ সূচনা করেন এবারেও আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ কেটে কেটে সুবোসচনা করবেন আগামীকাল, দিন ধরে থাকছে বিভিন্ন অনুষ্ঠান ভোগের আয়োজন প্রভৃতি, 


যত সন্ধ্যে আসছে, বাড়ীর অভিভাবক থেকে শুরু করে স্কুলের দিদিমণি এবং ক্লাবের সদস্যরা ভীর জমিয়েছেন বাজারে বাজারে, আর মাঝে একটা দিন বাকি, একদিকে সরস্বতী পুজো অন্যদিকে valentine Dey । তাই পূজোটা একটু অন্যভাবে সেজে উঠবে, আনন্দে মেতে উঠবে পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে, 

ads

Our Facebook Page